Baby Bump: পরীমনি বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন

Published By: Khabar India Online | Published On:

 মা হওয়ার সময়টাতে কোনো ঝুঁকি নিতে চান না চিত্রনায়িকা পরীমনি। স্বামী রাজ ও দাদুকে নিয়ে ঈদ কাটাতে গেছেন কক্সবাজার। সেখান থেকে পোস্ট করছেন ছবি।

এবার প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে হাজির হলেন মাতৃত্বকালীন পোজে।

আরও পড়ুন -  বিধানসভা নির্বাচনের ফলাফল - 2022

বৃহস্পতিবার (৫ মে) ছবিটি প্রকাশ করেছেন পরীমনি। তার সেই ছবি প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে।

নায়িকার ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকাকে।

ঈদের আগের দিন পরীমনি ও রাজ উড়াল দেন কক্সবাজার। সেখান যাওয়ার পর থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন পরীমনি ও তার স্বামী রাজ। বুধবার (৪ মে) নায়িকা তার ফেসবুক পেজে আপলোড করেন কিছু রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে অপরকে জড়িয়ে আছেন পরীমনি-রাজ। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

আরও পড়ুন -  Indian Railway নতুন নিয়ম চালু, ট্রেনে বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে এই ফ্রি সুবিধা পাবেন

 ছবির ক্যাপশনে পরীমনি উদ্ধৃত করেছেন সুইডিশ অভিনেত্রী ইংগ্রিড বার্গম্যানের একটি উক্তি। তা হলো, ‘শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হলো চুম্বন।’

আরও পড়ুন -  প্রকৃতি র বুকে এক অনিন্দ্য সুন্দর জলছবি