Akshay Tritiya: জলপাইগুড়ি জেলা সহ ময়নাগুড়ির ব্লকে পালন হল অক্ষয় তৃতীয়া’র পুজো

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, জলপাইগুড়িঃ   মঙ্গলবার জলপাইগুড়ি জেলা সহ ময়নাগুড়ির ব্লকে পালন হল অক্ষয় তৃতীয়া। জানা গেছে, বুধবার ময়নাগুড়ি শহরের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকানে অক্ষয় তৃতীয়া উৎসব পালন হল । এও জানা গেছে হিন্দুধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া।

আরও পড়ুন -  5G Launched: ৫জি পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এই দিনটি কিছু কেনাকাটা করার জন্য শুভ বলে বিবেচিত। অনেকে এদিন সোনা কিনে থাকেন। অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া ‘আখা তিজ’ নামেও পরিচিত। হিন্দু সম্প্রদায় ছাড়া জৈনরাও এই দিনটি পালন করেন।

আরও পড়ুন -  Maradona: প্রথম জন্মদিন যেভাবে পালন করল আর্জেন্টিনা, ফুটবল যাদুগরের

অক্ষয় তৃতীয়ার দিনে ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন। পয়লা বৈশাখের মতো অনেক দোকানে অক্ষয় তৃতীয়া থেকেও হালখাতা শুরু করা হয়। অনেক বাড়িতেও অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী পুজো করা হয়। বিভিন্ন মন্দিরেও পুজো দেন অনেকে।

আরও পড়ুন -  ইসরায়েলে গেলেন ব্লিঙ্কেন