Koel Mallick: কোয়েল মাটির ভাঁড়ে চুমু দিয়ে কি খেলেন ?

Published By: Khabar India Online | Published On:

রবিবার নিজেই নিজেকে স্পেশাল ট্রিট দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিক

কাজের খাতিরে সব নায়িকাই অল্পস্বল্প ডায়েট মেনটেন করেন। তিনি সেসব ভুলে কলকাতার রাস্তা থেকে পছন্দের পানীয় কিনে খেলেন কোয়েল।

আরও পড়ুন -  Koel Mallick: রাতের ঘুম কাড়ছেন মোহময়ী কোয়েল মল্লিক, ফিদা নেটিজেনরা

মাটির ভাঁড়ে লাচ্ছি খাচ্ছেন নায়িকা। পছন্দের লাচ্ছি খেয়ে বেজায় খুশি কোয়েল মল্লিক। লাচ্ছির উপরের দুধের মোটা স্বরে মজেছেন নায়িকা।
কোয়েল নিজেই লিখেছেন যে দোকানদারকে লাচ্ছির মালাই ডবল করে দেয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন -  অতর্কিতে সিবিআই হানা, মন্ত্রী মলয় ঘটকের ৬টি বাড়িতে, ভাঙ্গা হচ্ছে লকার, কলকাতা-আসানসোল

বরাবরই সিম্পল লাইফস্টাইল মেনটেন করেন কোয়েল। তার রাস্তা থেকে লাচ্ছি কিনে খাওয়ার ছবি মনে ধরেছে নেটিজেনদের।