Criminals: থাবা বসাচ্ছে অপরাধীরা নিঃশব্দে নেটমাধ্যমে

Published By: Khabar India Online | Published On:

ভারতে বাড়ছে সাইবার ক্রাইম। অনলাইনে অপরাধ রুখতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

@Cyberdost নামে একটি টুইটার হ্যান্ডেল চালু করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে ছোট ছোট ভিডিও এবং ছবির মাধ্যমে সচেতনতা প্রচার চলছে।

আরও পড়ুন -  "জানতে হলে পড়ুন: স্পাইসি মটন ডিম কারি রেসিপি যা আপনার হাতের খাবার লেগে থাকবে!" মুখে

 রেডিওর মাধ্যমে সাইবার ক্রাইম সংক্রান্ত প্রচার করা হচ্ছে।

 জনমানসে সচেতনতা বাড়াতে ১০০ কোটি এসএমএস পাঠানো হয়েছে।

 টুইটার, ফেসবুক, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা হয়েছে।

 MyGov পোর্টালেও প্রচার চলছে।

 শিক্ষার্থী এবং কিশোরদের জন্য হ্যান্ডবুক প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন -  Amitabh Bachchan: নাতি অগস্ত্য ফাঁস করলেন অমিতাভের বদভ্যাস, ৮০ বছরে পা দিয়েও

 C-DAC ও পুলিশের সহায়তায় সব রাজ্যে প্রচার চলছে।

 ভারতের রাজ্যগুলোকে ১৪৮টি সাইবার ক্রাইম নিয়ে নির্দেশিকা দেয়া হয়েছে।

 ভারতের রাজ্যগুলোকে মাসের প্রথম বুধবার ‘সাইবার সচেতনতা দিবস’ পালনের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন -  PAN Card: প্যান কার্ড রয়েছে আপনার কাছে, জরিমানা হবে কত জানেন? না করলে

 দিল্লি মেট্রোকে সচেতনতা প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

 সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা প্রচারে ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা হয়েছে।

 মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা প্রচারের অনুরোধ করা হয়েছে। সূত্র: জি নিউজ / ছবি: জি নিউজ