দুয়ারে মদ নয়, কাজ চাইঃ AIDYO

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   দুয়ারে মদ নয় ,কাজ চাই ,এই স্লোগান দিয়ে ডি ওয়াই ওর মিছিল জলপাইগুড়িতে।

রবিবার সারা ভারত ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এর ডাকে বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

আরও পড়ুন -  যেমন পরিবেশ তেমন নাচ সুন্দরী যুবতীর, ‘দাইয়া দাইয়া দাইয়া রে’, ইউটিউবে মিলিয়ন ভিউ পার (Dance Video)

মিছিলে স্লোগান সোনা যায় দুয়ারে মদ নয় কাজ চাই।

এছাড়াও ,বিভিন্ন সরকারি শুন্য পদে লোকনিয়োগ সহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে এই মিছিল বলে জানান ডি ওয়াই ও নেতৃত্ব।

আরও পড়ুন -  ৫১৯তম ছবির শ্যুটিং শেষ করলেন ৩৭ বছরের কেরিয়ারের, অনুপম খের !