Sri Lanka: মাহিন্দা রাজাপাকশেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে রাজি হয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়া

Published By: Khabar India Online | Published On:

শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকট কাটাতে ভাই মাহিন্দা রাজাপাকশেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে রাজি হয়েছেন।

শুক্রবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের পর শ্রীলঙ্কার আইনপ্রণেতা মাত্রিপালা সিরিসেনা বলেন, ‘প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে সম্মত হয়েছেন যে, নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার জন্য একটি জাতীয় কাউন্সিল গঠন করা হবে এবং পার্লামেন্টে সব দলকে নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করা হবে।’

আরও পড়ুন -  CAA and NRC: মতুয়ারা সকলেই নাগরিক, সিএএ ও এনআরসি চালু করলে, আন্দোলন শুরু করবে মতুয়ারা

সিরিসেনা ছিলেন একজন সরকারদলীয় আইনপ্রণেতা। চলতি মাসের শুরুর দিকে তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় সরকার পতনের দাবিতে বিক্ষোভ চলাকালে তিনি আরও ৪০ জন আইনপ্রণেতার সঙ্গে পদত্যাগ করেন।

আরও পড়ুন -  নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরি

শ্রীলঙ্কার প্রধান প্রধান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন রাজাপাকশে পরিবারের সদস্যরা। সবচেয়ে প্রভাবশালী এই রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে কার্যত বিক্ষোভ চলছে।

প্রধানমন্ত্রী মাহিন্দাকে পদচ্যুত করায় সম্মত হলেও খোদ গোতাবায়াই রয়েছেন চাপে। তারও পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন বিপুল সংখ্যক মানুষ।

আরও পড়ুন -  Sri Lanka Victory: ষষ্ঠবার এশিয়া কাপ জয় শ্রীলঙ্কার, পাকিস্তানকে হারিয়ে