Sandipta Sen: সাদা শাড়িতে দারুন নেচে তাক লাগালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, ভিডিও হল ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

 অভিনেত্রী সন্দীপ্তা সেনের কাছে নাচ তার ফ্যাশন। আজ বিশ্ব নৃত্য দিবস।

সবার সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও নজর কাড়ছে। বিভিন্ন তারকা তাদের নাচের ছবি দিয়ে মন কেড়েছেন দর্শকদের।

আরও পড়ুন -  Bride: বরকে সিঁদুর পরাল নববধূ, বিয়ের অনুষ্ঠানের কাণ্ড ভাইরাল

মুক্তির অপর ভাষা হল নাচ। অভিনেত্রী সন্দীপ্তা সেন প্রায়শই ইনস্টাগ্রাম রিলসে ধরা দেন। সেখানে তাকে অপরিসীম আনন্দের সঙ্গে নাচতেও দেখা যায়। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে তিনি কিছু নাচের ভিডিও পোস্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

 রিলসে তাকে একটি সাদা রংয়ের শিফন শাড়ি পড়ে নাচে গানেতে মেতে উঠতে দেখা যাচ্ছে। বিখ্যাত বলিউড গান তাল সে তাল মিলা ছন্দে তিনি নিজেকে মাতিয়ে তুলেছেন। নাচের প্রত্যেকটি বিটের সঙ্গে সমানতালে ছন্দ মেলাচ্ছেন তিনি। এই নাচের ছন্দে মুগ্ধ নেটিজেনরা।

আরও পড়ুন -  ‘উল্লু’র নতুন ‘I Love You’, অন্তরঙ্গতায় ভরপুর, অভিনেত্রী লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন, VIDEO