Gourab-Devlina: মুখ খুললেন দেবলীনা, বদমেজাজি হলে গৌরবের সঙ্গে সংসার করতে পারতাম না

Published By: Khabar India Online | Published On:

 একটি সংবাদমাধ্যমকে দেবলীনা জানান যে,গৌরবকে দেখলে হয়তো বোঝা যায় না, তবে ছোটপর্দার ঋদ্ধিমান বাস্তবেও বেশ রাগী। যদিও ওঁর বহিঃপ্রকাশ ঋদ্ধিমানের থেকে অনেকটাই আলাদা। তবে হ্যাঁ এত চেঁচামেচি করলে, বদমেজাজ থাকলে সম্পর্ক টিকত না। অহেতুক চেঁচামেচি দেবলীনা সহ্য করতে পারেন না।

আরও পড়ুন -  ভারতে সক্রিয়ভাবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে ৪.৮৫ লক্ষে নেমে এসেছে

সারাদিনের ব্যস্ততার পর আর বাড়িতে গাঁটছড়া নিয়ে আলাদা করে কোনো ‌কথা হয়না তাদের। মাঝে মাঝে কি অভিনয়ের ক্ষেত্রে স্ত্রী হিসেবে কোনো বিশেষ পরামর্শ দেন দেবলীনা? উত্তরে তিনি বলেন যে, গৌরব এত দক্ষ অভিনেতা যে তার কোনো টিপসই প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন -  রুশ ক্ষেপণাস্ত্র হামলায়, শতবর্ষী গির্জা ক্ষতিগ্রস্ত ওডেসায়

যদি কোন দৃশ্যে গৌরবকে ভালো অভিনয় করতে দেখেন দেবলীনা তাহলে সঙ্গে সঙ্গে তা ফোন করে জানান। এই সপ্তাহে মিঠাইকে হারিয়ে আবার টপার গাঁটছড়া। আর গৌরবের সাফল্যের রীতিমতো আপ্লুত দেবলীনা।

ছোটপর্দায় লোকের মুখে মুখে এখন গৌরব শোলাঙ্কি জুটি। খড়ি ঋদ্ধির খুনসুটি লড়াই এর সাথে যে চাপা ভালোবাসা আছে তা দর্শকরা বুঝতে পারছেন ধীরে ধীরে। এই জুটির এরকম সাফল্য দেখে কি বলছেন গৌরবের স্ত্রী দেবলীনা। তিনি বলেন যে ধারাবাহিকের প্রযোজকদের তিনি বলেছেন চিত্রনাট্য এত ভালো লেখা হচ্ছে সেটা নিয়ে। গৌরব-শোলাঙ্কির রসায়নও খুব ভাল ফুটছে পর্দায়।

আরও পড়ুন -  Fairphone: ঝড় তোলা 'ফেয়ারফোন'র বিশেষত্ব কী!