Hanging Body: কারখানার মেসে এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ   কারখানার মেসে এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার ঘুটগড়িয়া শিল্পাঞ্চলে। মৃতের নাম বিনয় শীট (১৯)। শুক্রবার ঐ কারখানার মেসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে।

আরও পড়ুন -  বোমা বিস্ফোরণ, ৫ পুলিশ নিহত, পাকিস্তানে পোলিও কর্মসূচিতে

স্থানীয় সূত্রে খবর, সোনামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের কুলডাঙ্গা গ্রামের বাসিন্দা বিনয় শীট বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পাঞ্চলের একটি একটি ইস্পাত কারখানায় শ্রমিকের কাজ করতেন। কর্মসূত্রে তিনি কারখানার মেসেই থাকতেন বলে জানা গেছে। পরে এদিন সেই মেস থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন -  এই কায়দায় শাড়ি পরে নাচলেন বৌদি, সকলে দেখার জন্য পাগল, VIDEO

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন -  Land Dispute: জমি বিবাদ নিয়ে রক্তারক্তি