Sanctions: নিষেধাজ্ঞায় থাকা সাত দেশ বিশ্বে

Published By: Khabar India Online | Published On:

বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার আওতায় থাকা সাত দেশ হলো,  রাশিয়া, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা, মিয়ানমার ও কিউবা।

 বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসনের জেরে মস্কোর ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মস্কো বলছে, তাদের ওপর ৬ হাজারের বেশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন -  Iran: অন্তত ৯২ জন নিহত, ইরানে হিজাব বিরোধী বিক্ষোভেঃ ইরান হিউম্যান রাইটস

 বিশ্বে সর্বোচ্চ নিষেধাজ্ঞার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। ১৯৭৯ সাল থেকে দেশটির সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ খারাপ। গত এক দশকে ইরানের বিরুদ্ধে ৩ হাজার ৬১৬টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াই চলছে ২০১১ সাল থেকে। দেশটির ওপর ২ হাজার ৬০৮টি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশগুলো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এসব নিষেধাজ্ঞাকে ‘অমানবিক’ ও ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন -  Russia: বাঙ্কারে আশ্রয় নেয়ার পরিকল্পনা পুতিনের, মহামারীর মুখে রাশিয়া

 পারমাণবিক অস্ত্র তৈরি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কার্যত একঘরে উত্তর কোরিয়া। দেশটির ব্যক্তি ও কোম্পানিগুলোর ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিম মিত্ররা। সব মিলিয়ে উত্তর কোরিয়ার ওপর ২ হাজার ৭৭টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন -  Russian Missile Strike: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ওডেসায় বহুতল ভবনে, নিহত ১০

 কঠোর নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকায় রয়েছে ভেনিজুয়েলাও। দেশটির ওপর ৬৫১টি নিষেধাজ্ঞা রয়েছে।

 মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির বিরুদ্ধে মোট ৫১০টি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্র দেশগুলো।

 ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার ওপর ২০৮টি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। প্রতীকী ছবি।