Kiev: দুই-তৃতীয়াংশ রুশ সেনা সরানো হয়েছে কিয়েভের পাশ থেকে

Published By: Khabar India Online | Published On:

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান নেয়া রাশিয়ার সেনাদের মধ্যে দুই-তৃতীয়াংশকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

তাদেরকে হয় বেলারুশে নেয়া হয়েছে, নয়তো রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, রুশ বাহিনী বেলারুশে শক্তিমত্তা বাড়িয়ে আবার ইউক্রেনে ফিরতে পারেন। হয়তো তখন তারা রুশ ভাষাভাষী অধ্যুষিত দোনবাস এলাকায় ফিরতে পারেন।

আরও পড়ুন -  Israel: বিবেচনা করছে ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়টি

এরইমধ্যে কিছু রুশ সেনা সুমি শহর থেকে রাশিয়ায় ফিরে গেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

আরও পড়ুন -  Ukraine: রয়টার্সের দুই সাংবাদিক আহত, চালক নিহত, ইউক্রেনে

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী, হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

আরও পড়ুন -  Elon Musk: এলন মাস্ক ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন, টেসলার

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। প্রতীকী ছবি