Love Trip: ট্রেনে চেপে প্রেম, সেখানে দেখা এক যুবকের সঙ্গে…

Published By: Khabar India Online | Published On:

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ট্রেনে চেপে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। সেখানে দেখা এক যুবকের সঙ্গে। পরিচয় নেই একে অপরের সঙ্গে। একটা সময় যুবক লক্ষ্য করেন, তিশা ট্রেনে বসে কাঁদছেন। পাশে গিয়ে কারণ জানতে চাইলে রেগে যান তিশা।

আরও পড়ুন -  এবারে সরাসরি কোপ পড়লো ট্রেনের হকারীর ওপর, গরিবের পেটে লাথি কেন মারছেন, প্রশ্ন রেলকে

এমন এক অদ্ভুত প্রেমময় গল্পে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘লাভ ট্রিপ’। সোহাইল রহমানের রচনায় এর চিত্রনাট্য করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। নির্মাণ করেছেন মহিদুল মহিম।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে তানজিন তিশাকে পাওয়া যাবে সুরভী হিসাবে। যুবক মঈন চরিত্রে আছেন জোভান।

আরও পড়ুন -  Howrah-Puri Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, সাড়ে ৫ ঘন্টায় পুরী, টাইম টেবিল জানুন

নির্মাতা মহিম বলেন, ‘এটা ট্র্যাভেল ঘরানার লাভ স্টোরি। গল্পের নায়িকা ট্রেনে দুষ্কৃতিদের খপ্পরে পড়ে টাকা-মোবাইল সব খোয়ান। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন সহযাত্রী নায়ক। এটা জাস্ট গল্পের শুরু। মাঝে ও শেষে অনেকগুলো বাঁক আছে।মঈন ও সুরভী চরিত্রে জোভান-তিশা দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস ঈদের অন্যতম রোমান্টিক নাটক হতে যাচ্ছে এটি।’

আরও পড়ুন -  Kajol-Nysa: কত বড় হল নাইসা, কাজল কন্যা

‘লাভ ট্রিপ’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদে এক্সক্লুসিভ আয়োজনে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।