Dev-Rukmini: প্রেমিকা রুক্মিণী, দেবকে ধোঁকা দিলেন !

Published By: Khabar India Online | Published On:

 রুক্মিণীর জন্য দেব এর মনে রয়েছে অপরিসীম ভালোবাসা। গভীর ভালোবেসেও দেবকে ছেড়ে রুক্মিণী দূরে চলে যাচ্ছেন। যাবার সময় রুক্মিণী শুধু দেবকে বলেন, ‘একবার শুয়ে পড়লাম বলেই সিরিয়াস হয়ে গেলি!’ রুক্মিণী দেবকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাঁকে ভালবাসেন না। কিন্তু কেন দেবকে ছেড়ে চলে যাচ্ছেন রুক্মিণী। এতদিনের ভালোবাসা হঠাৎ কি হলো ?

সম্প্রতি মুক্তি পেয়েছে কিশমিশের ট্রেলার। এমন একটি  দৃশ্যে দেব এবং রুক্মিণীকে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে। আর এতেই দেব অর্থাৎ টিনটিন ভেবে ফেলে যে রোহিণী তাকে ভালোবাসে। কিন্তু কাছের মানুষের থেকে এই ব্যবহার পেয়ে টিনটিনের মন ভেঙে যায়।

আরও পড়ুন -  প্রার্থী তালিকা ঘোষণার পরেই আসানসোল দক্ষিণ বিধানসভায় দেওয়াল লিখন শুরু হয়েছে

 সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে কিশমিশের ট্রেলার। কিশমিশের মত মিষ্টি প্রেমের গল্প এবং মন ভাঙ্গার উপাখ্যান নিয়ে আসছে এই সিনেমা।

ট্রেলারের শুরুতে দেবের একটি সংলাপ মন কেড়েছে সকল দর্শকদের। দেবকে বলতে শোনা যাচ্ছে,“ভালোবাসা শব্দটা আসলে কিশমিশের মত। দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি।” বাবা খরাজ মুখোপাধ্যায়ের দেওয়া হল নাম কৃশানু ব্যানার্জি কিন্তু মা অঞ্জনা বসু তাকে টিনটিন বলে ডাকেন। ট্রেলারের প্রথম দিকে টিনটিন কলেজ লাইফের প্রেমের প্রসঙ্গে বলে। যেখানে রোহিণী নামে একটি মেয়ের প্রতি সে প্রেমে হাবুডুবু খায়। যে চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী মৈত্র।

আরও পড়ুন -  Madhumita Sarcar: পাখি এখন ডানা মেলেছে দক্ষিণের জগতে, অভিনেত্রী মধুমিতা

কলেজে তিনি ফেলুদা নামে খ্যাত। তবে এই ফেলুদা গোয়েন্দাগিরি করে না। এই ফেলুদা পরীক্ষায় ফেল করে। ট্রেলারের শুরুতে দেব রুক্মিণীকে মারকাটারি মারপিট করতে দেখা যায়। কিন্তু ধীরে ধীরে এই বিবাদের বরফ গলে প্রেমের জল অবধি গড়িয়ে যায়।

আরও পড়ুন -  Madhumita: সুইমিং পুলে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, কাঁধ খোলা পোশাকে উষ্ণতা ছড়ালেন !

সিনেমাটি একই সঙ্গে বিভিন্ন সময়ের গল্প বলবে তা ট্রেলার দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কখনও নব্বই দশকের সেই ভিন্টেজ সাজে ধরা দিচ্ছেন এই যুগল। আবার কখনও বর্তমানের ক্যানভাসে পর্দায় ভেসে উঠছেন তাঁরা। ট্রেলারের শেষে রুক্মিণী কে বলতে দেখা যায়,“ভালোবাসি না বলেও তো ভালোবাসা যায়!” দেবের নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি সিনেমাটি আগামী ২৯শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।