চীনে বিমান বিধ্বস্ত, ১৩২ আরোহী’র মৃত্যু

Published By: Khabar India Online | Published On:

১৩২ জন আরোহী নিয়ে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
চীনের সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ নামের যাত্রীবাহি ওই বিমানটির উদ্ধারকাজ চলছে।

আরও পড়ুন -  China: আশাবাদী জিনপিং, দৈনিক সংক্রমণ লাখ ছাড়াচ্ছে

ভারতের দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চীনের গোয়ানজি এলাকার উঝউ শহরের কাছে গ্রামাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুন লেগে যায়।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের ইস্টার্ন ফ্লাইট এমইউ৫৭৩৫ সিডিউল অনুযায়ী গোয়ানজিতে পৌঁছতে পারেনি।

আরও পড়ুন -  Assam: সাত শিক্ষার্থী নিহত, সড়ক দুর্ঘটনায়, আসামে

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিমানটি কুনমিং শহর থেকে রওয়ানা করেছিল। তবে এ নিয়ে বার্তাসংস্থা এএফপির কাছে কোনো মন্তব্য করেনি চায়না ইস্টার্ন।

বিবিসির খবরে বলা হয়, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি।
চীনের বিমান সংস্থাগুলো নিরাপত্তা সংক্রান্ত রেকর্ড অনেকটাই ভালো। সর্বশেষ একযুগ আগে এ ধরনের দুর্ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন -  Pawandeep-Arunita: গোলাপ ফুল দিয়ে নিজের মনের কথা জানালেন পবনদীপ, ইন্ডিয়ান আইডলের অরুনিতাকে

২০১০ সালের আগস্টে ওই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪২ জনের প্রাণহানী হয়েছিল। ওই বিমানটি হারবিন থেকে ওয়াইচুনে যাচ্ছিল। ছবি এনডিটিভি অনলাইন থেকে নেয়া।