38 C
Kolkata
Friday, May 17, 2024

মনিপুরী নিয়ম মেনেই নবদ্বীপের অনু মহাপ্রভু মন্দিরে পালিত হচ্ছে দোল উৎসব

Must Read

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ   মনিপুরী নিয়ম মেনেই নবদ্বীপের অনু মহাপ্রভু মন্দিরে পালিত হচ্ছে দোল উৎসব।

হোলির উৎসবে মাতলো নদীয়ার নবদ্বীপের মনিপুরী অনু মহাপ্রভুর মন্দির। সম্পূর্ণ মণিপুরী নিয়ম মেনে হোলি উৎসব পালন করা হয় এই মন্দিরে। মূলত মনিপুরের বাসিন্দারা এই মন্দিরে হোলি উৎসবে অংশগ্রহণ করে। মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব।

আরও পড়ুন -  Philippines Earthquake: ভূমিকম্প অনুভূত ৬.৫ মাত্রার, ফিলিপাইনে

গত দুই বছর করোনা সংক্রমনের কারণে সেভাবে উৎসব পালন করতে পারেনি মানুষ। এবছর করণা সংক্রমণ কিছুটা শিথিল হওয়ার কারণে আবারো বিভিন্ন মন্দিরের জাঁকজমক করেই চলছে হোলি উৎসব। নবদ্বীপ মায়াপুর ইসকনের পাশাপাশি মন্দিরেও হোলি উৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে মনিপুরী নিয়মে পালিত হচ্ছে উৎসব। তবে আজ মনিপুরী নিয়মে ন্যাড়াপোড়া। আগামীকাল দিনভর তারা রঙের খেলায় মেতে উঠবে। লকডাউন এর কারণে এভাবে মনিপুর থেকে মানুষ এসে অংশগ্রহণ করে তার তুলনায় এবছর অনেকটাই কম রয়েছে।

আরও পড়ুন -  স্টেজ ড্যান্সে পাগল করলো সকলকে, প্রীতি লাথওয়ালের নাচ দেখে শিস দিতে শুরু, VIRAL ভিডিও

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img