পুতিন কিয়েভ দখল করতে চেয়েছিলেন দুই দিনের মধ্যেইঃ CIA

Published By: Khabar India Online | Published On:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিকল্পনা করেছিলেন যে, দুই দিনের মধ্যেই কিয়েভ দখল করে নেবেন। কংগ্রেসের একটি শুনানিতে মঙ্গলবার সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এ দাবি করেছেন।

সিআইএ প্রধান বলেন, ‘আমার ধারণা, পুতিন এখন খুবই রাগান্বিত এবং হতাশ হয়ে আছেন। তিনি এখন দ্বিগুণ শক্তি বাড়াবেন এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করতে সব কিছুই করবেন, তাতে যতই বেসামরিক প্রাণহানি হোক না কেন।’

আরও পড়ুন -  হোম কোয়ারেন্টিনে বসে না থেকে, ছবি এঁকে সকলকে পোস্ট করেছে আমাদের প্রিয় রাণীমা, মানে দিতিপ্রিয়া

তিনি বলেন, বহু বছর ধরেই ক্ষোভ এবং উচ্চাকাঙ্খার এক মিশেলের মধ্যে রয়েছেন পুতিন। ইউক্রেনের আগ্রাসন ক্রেমলিনের নেতার ‘গভীর ব্যক্তিগত বিশ্বাসের’ বিষয় বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন -  Sayantika Banerjee: ‘ফরএভার ক্রাশ’ কে জড়িয়ে ধরে ছবি পোস্ট করলেন সায়ন্তিকা

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২০ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রুশ সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও। ছবি: বিবিসি।

আরও পড়ুন -  Peru: জরুরি অবস্থা জারি পেরুতে, দেশব্যাপী বিক্ষোভ