নিজস্ব সংবাদদাতাঃ হাওড়া পুরোনিগম এলাকায় শুরু হলো ভ্যাকসিন অন হুইলস কর্মসূচি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় হাওড়া পুরোনিগমের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয় আজ। কর্মসূচির উদ্বোধন করেন হাওড়া পুরো নিগমের চেয়ারপারসন ডক্তর সুজয় চক্রবর্তী।
সম্প্রতি কিছুদিন আগে হাওড়ায় শুরু হয়েছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। আজ থেকে শুরু হল ভ্যাকসিন অন হুইলস। এই প্রসঙ্গে জানা গিয়েছে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা হাওড়া পুরোনিগমকে মোট ছয়টি গাড়ি দিয়েছে, এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর সহ আরো আনুষঙ্গিক জিনিসপত্র দিয়েছে। গাড়ি গুলি হাওড়ার প্রত্যন্ত এলাকায় গিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের এবং বয়স্ক ব্যক্তিদের করোনার প্রথম দ্বিতীয় এবং বুস্টার ডোজ দেবে। এরকম উদ্যোগকে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।