স্নান পোশাকে নুসরাত, সমুদ্রতটে !

Published By: Khabar India Online | Published On:

সমুদ্রতট। টলিপাড়ার হাঁকডাক থেকে দূরে অবসর যাপন। স্নান পোশাকে গায়ে রোদ। খোলা চুলে খেলেছে নোনা হাওয়া। ঠোঁটে লাল লিপস্টিক। চোখ ঢেকেছে রোদচশমায়। চেনা ছকের খানিক বাইরে লেন্সবন্দি নুসরাত জাহান। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেই ফের শিরোনামে সাংসদ-অভিনেত্রী।

আরও পড়ুন -  Uttoron: ফাঁস হওয়া মধুমিতার গোপন ভিডিও প্রসঙ্গে প্রশ্ন অভিনেত্রীর, ‘আপনার সাথে ঘটলে কি করতেন?’

স্নান পোশাকের উপর ক্রুশের কাজ করা সাদা রঙের ছোট জামায় কিছু ঢাকা, কিছু খোলা বাসন্তী নুসরাত। ছবি দিয়ে লিখেছেন, ‘আমাকে সমুদ্রের কাছে ফিরিয়ে নিয়ে চল।’

আরও পড়ুন -  মোট টিকাকরণ প্রায় ৩ কোটি

অর্থাৎ ছুটি কাটিয়ে নয় বরং বেড়াতে যাওয়ার পুরনো ছবি দিয়েই আপাতত সন্তুষ্ট থাকছেন ব্যস্ত অভিনেত্রী।

বাড়িতে একরত্তি ছেলে, বাইরে পেশাগত একাধিক দায়িত্ব— সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই নুসরাতের। গত ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে তার ‘স্বস্তিক সংকেত’। আপাতত হাতে একগুছ ছবির কাজ। সেই ব্যস্ততার মাঝেই ফিরে দেখলেন পুরনো স্মৃতি।

আরও পড়ুন -  নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা