স্নান পোশাকে নুসরাত, সমুদ্রতটে !

Published By: Khabar India Online | Published On:

সমুদ্রতট। টলিপাড়ার হাঁকডাক থেকে দূরে অবসর যাপন। স্নান পোশাকে গায়ে রোদ। খোলা চুলে খেলেছে নোনা হাওয়া। ঠোঁটে লাল লিপস্টিক। চোখ ঢেকেছে রোদচশমায়। চেনা ছকের খানিক বাইরে লেন্সবন্দি নুসরাত জাহান। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেই ফের শিরোনামে সাংসদ-অভিনেত্রী।

আরও পড়ুন -  ২৯এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির নিবন্ধীকরণের জন্য জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জারির সময়সীমা

স্নান পোশাকের উপর ক্রুশের কাজ করা সাদা রঙের ছোট জামায় কিছু ঢাকা, কিছু খোলা বাসন্তী নুসরাত। ছবি দিয়ে লিখেছেন, ‘আমাকে সমুদ্রের কাছে ফিরিয়ে নিয়ে চল।’

আরও পড়ুন -  অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে পেট্রোল ও ডিজেল সরবরাহ, প্রবল সমস্যায় সাধারণ মানুষ

অর্থাৎ ছুটি কাটিয়ে নয় বরং বেড়াতে যাওয়ার পুরনো ছবি দিয়েই আপাতত সন্তুষ্ট থাকছেন ব্যস্ত অভিনেত্রী।

বাড়িতে একরত্তি ছেলে, বাইরে পেশাগত একাধিক দায়িত্ব— সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই নুসরাতের। গত ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে তার ‘স্বস্তিক সংকেত’। আপাতত হাতে একগুছ ছবির কাজ। সেই ব্যস্ততার মাঝেই ফিরে দেখলেন পুরনো স্মৃতি।

আরও পড়ুন -  এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে