আজীবন নিষিদ্ধ ফকনার, পিএসএলে

Published By: Khabar India Online | Published On:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনারকে আজীবন নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির কাছ থেকে চুক্তিকৃত অর্থ না পেয়ে মাঝপথেই পিএসএল ছাড়েন ফকনার। পারিশ্রমিক ইস্যুতে ঝামেলার কারণে টুর্নামেন্টের শেষাংশ না খেলেই দেশে ফিরেন ফকনার। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের জানান তিনি।

আরও পড়ুন -  প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলাম ও দক্ষিণ মালদা সাংসদ আবু হাসেম খান চৌধুরীর উপর হামলা

ফকনার লিখেন, ‘পিএসএলের শেষ দুই ম্যাচ থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ পিসিবি আমাকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দিচ্ছে না, তারা আমার সাথে বেইমানি করেছে।’

ফকনারের টুইটের প্রেক্ষিতে পিসিবি জানায়, ‘মিথ্যা এবং বিভ্রান্তিকর অভিযোগ করেছে ফকনার। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হবে।’

আরও পড়ুন -  বাড়িতে হটাৎ আগুন

বিবৃতিতে পিসিবি জানায়, ‘পাকিস্তান ক্রিকেট ও পিএসএলকে অসম্মানের প্রচেষ্টা ছিল ফকনারের। ভবিষ্যতে পিএসএলে কোন আসরের ড্রাফটে থাকতে পারবেন না বলে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজির মালিকেরা ঐক্যমতে পৌঁছেছে।’ বাসস।

আরও পড়ুন -  লেহ-র জেনারেল হাসপাতালের সুযোগ – সুবিধের বিষয়ে বিস্তারিত জানালো ভারতীয় সেনাবাহিনী