জাতিসংঘের সঙ্গে কাজ করা দুই সাংবাদিক আটক, আফগানিস্তানে

Published By: Khabar India Online | Published On:

জাতিসংঘের সঙ্গে কাজ করা দুজন সাংবাদিককে আটক করেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটির হাই-কমিশনার এক টুইটে বলেন, ‘ইউএনএইচসিআরের কাজে নিয়োগপ্রাপ্ত দুজন সাংবাদিক ও বেশ কয়েকজন আফগানকে কাবুলে আটক করা হয়েছে।’

আরও পড়ুন -  Niqab: নেকাব বাধ্যতামূলক হচ্ছে আফগানিস্তানে

এতে জানানো হয়, ‘পরিস্থিতি শিথিল করতে আমরা অন্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) বলছে, তাদের কাছে এ আটকের বিষয়ে কোনো তথ্য নেই।

আরও পড়ুন -  Myanmar: মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমার জান্তা, ৭ শিক্ষার্থীকে, জানিয়েছে জাতিসংঘ

এনডিএসের মুখপাত্র খলিল হেমরাজ বলেন, ‘তাদের (আটক হওয়া সাংবাদিক ও আফগান) সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। কখন এবং কোথায় তারা নিখোঁজ হয়েছেন- এ নিয়ে এখনও আমরা কোনো তথ্য পাইনি। আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’

আরও পড়ুন -  IPL Champion Gujarat: এলাম, খেললাম আর জয় করলাম, আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট

বিশ্বব্যাপী জাতিসংঘ যেসব জনহিতকর কাজ করে, সেগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য তারা বিভিন্ন দেশে সাংবাদিক নিয়োগ করে থাকে।