ভর দুপুরে গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ! পুলিশি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কাঁথিঃ   ভরদুপুরে কাঁথি শহরের বুকে গাড়ির কাঁচ ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিন দুপুরে গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় পুলিশীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর, কোলকাতার পাঁনিহাটি থেকে জীবন বীমা সংস্থার বেশ কয়েকজন আধিকারিক কাঁথি শহরে জীবন বীমা সংস্থায় অফিসে কাজে এসে ছিলেন। কাঁথি শহরের বুকে রাখাল চন্দ্র বিদ্যাপীঠে সামনে গাড়ি রেখে চালক সহ একটি হোটেলে খেতে চলে যান। তখনই গাড়ির কাঁচ ভেঙে গাড়ির ভেতর থেকে নগদ কয়েক হাজার টাকা ও দুটি ল্যাপটপ চুরি যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে গাড়ির কাঁচ ভেঙে উধাও ল্যাপটপ ও কয়েক হাজার টাকা। ঘটনা জানাজানি হতেই এলাকার কয়েক’ শ বাসিন্দারা দোকানদাররা ছুটে আসেন। খবর দেওয়ার হয় কাঁথি থানার পুলিশকে। দিন দুপুরে কাঁথি শহরে দুর্ধর্ষ চুরির ঘটনায় পুলিশীর নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।

আরও পড়ুন -  Vinod-Madhuri: মাধুরীর ঠোঁট কামড়ে ধরেছিলেন বিনোদ খান্না

কলকাতার গাড়ি চালক মলয় চক্রবর্তী বলেন ” কলকাতা থেকে কাজের জন্য কাছে এসেছিলাম। গাড়ির কাজ বন্ধ করে হোটেলে খেতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গাড়ির কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। গাড়ি থেকে নগদ টাকা ও ল্যাপটপ চুরি যায় “।

আরও পড়ুন -  Pain Of Illness: অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় চাদর জড়িয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ

জীবন বীমা সংস্থার এক আধিকারিক বলেন ” গাড়ির কাঁচ ভেঙে সব চলে গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমরা থানায় যাচ্ছি। থানায় লিখিত অভিযোগ জানাবো “।

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন ” বিষয়টি নজরে এসেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের কারণে বেশি কিছু তথ্য জানাতে রাজি হননি তিনি “।

আরও পড়ুন -  মানুষদের করোনা বিধি নিয়ে সচেতন করার পরও মুখে মাস্ক নেই !

কার্যত দিনে দুপুরে কাঁথি শহরের বুকে গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী। পুলিশি নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা