Actress Priyanka Chopra: প্রিয়াঙ্কা জানালেন, কেন ভক্তকে চড় মারলেন !

Published By: Khabar India Online | Published On:

 অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউড নয়, আলোড়ন সৃষ্টি করেছেন হলিউডেও। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় তার সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’।

এখন তাকে ক্যাপ্টেন আমেরিকা এবং দ্য উইন্টার সোলজার খ্যাত অ্যান্থনি ম্যাকির বিপরীতে অ্যাকশন-থ্রিলার ‘এন্ডিং থিংস’ এ দেখা যাবে। সুন্দরী এই অভিনেত্রী তার একটি খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সম্প্রতি।

আরও পড়ুন -  Song: বাবুলের সভার মাঝেই বেজে উঠল সেই গান, ‘এই তৃণমূল আর না’

সংবাদ সংস্থা পিটিআই থেকে জানা যায়, তিনি বলেন, ‘২০১৫ সালে একবার এক ভক্তকে চড় মেরেছিলাম। ভক্ত ছবি তোলার জন্য আমার হাত ধরেছিল। আমি গায়ে স্পর্শ করে কথা বলা পছন্দ করি না।

তাই তখন এই কাজ করি। পরে আমি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে আসি।`

আরও পড়ুন -  এনটিপি চলতি অর্থবর্ষে ১০০ বিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে

তিনি নিজেও থাপ্পড় খেয়েছেন দাবি করে বলেন, ‘আমিও অনেক থাপ্পড় খেয়েছি। একবার এক ভক্ত আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি জানি না তিনি একজন ভক্ত ছিলেন কি না।’

তারকা হওয়া সত্ত্বেও ভক্তদের সাথে কখনো অহংকারপূর্ণ আচরণ করেননি বলে জানান প্রিয়াঙ্কা। ভক্তরা প্রায়ই দাবি করেন যে, তিনি ‘ডাউন টু আর্থ’ তারকাদের একজন।

আরও পড়ুন -  Aryan Khan: চার বছর ধরে মাদক সেবন করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান

সম্প্রতি প্রিয়াঙ্কা ও নিকের পরিবারে নতুন সদস্য এসেছে। তারা সারোগেসির মাধ্যমে একটি কন্যাশিশুকে নিয়েছেন। ২২ জানুয়ারি মধ্যরাতে তাদের নিজ নিজ ইনস্টাগ্রামে খুশির সংবাদটি ভাগ করে নেন তারা।

নিক-প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি তা নিশ্চিত করতে পেরে আনন্দিত।’