Lata Mangeshkar: লতা মঙ্গেশকরকে মায়ের চোখে দেখতেন তিনি

Published By: Khabar India Online | Published On:

কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বড় শিল্পী হয়েও তিনি অতি সাধারণ ছিলেন। চিরপরিচিত হাসি সবসময় লেগে থাকত। একমাস ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

করোনার ও নিউমোনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে লড়েছিলেন। শনিবার দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আশা ভোঁসলে। আর রবিবার সকালেই প্রায়াত হন কিংবদন্তি গায়িকা। শোকোস্তব্ধ গোটা ভারত এমনকি সারা বিশ্ব। শ্রেয়া ঘোষালও তার ব্যতিক্রমী নন।

আরও পড়ুন -  Boris Johnson: বরিস জনসন পদত্যাগ করছেন

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে মায়ের চোখে দেখতেন। মা বলেই সম্বোধন করতেন। সঙ্গীত শিল্পী হিসেবে মাকে হারালেন শ্রেয়া ঘোষাল। জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন লতাজি। প্রয়াণে রীতিমতো শোকোস্তব্ধ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন শ্রেয়া। সবার মতো তিনিও চোখের জলে বিদায় দিয়েছেন মাকে।

স্মৃতিচারণ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ছোট থেকে যতক্ষণ না ঠিকভাবে গাইতে পারতেন ততক্ষণ তিনি গেয়ে যেতেন। যতক্ষণ না ঠিক ঠিক সুরে লাগাতে পারতেন ততক্ষণ তার মা বারবার তাকে লতা মঙ্গেসকরের রেকর্ড শোনাতেন। সুরসম্রাজ্ঞী তার অজান্তেই তার শিক্ষাগুরু হয়ে উঠেছিলেন। তিনি রিয়্যালিটি শোতে সুযোগ পেয়েছিলেন তার গাওয়া গান গেয়েই। এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের কাছে। বলাই যেতে পারে, গোটা বিশ্বের মানুষ সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকাহত।

আরও পড়ুন -  মানিকচক বিদ্যুৎ অফিসে ব্যাপক ভাঙচুর বিক্ষুব্ধ জনতার