দেবাশীষ বিশ্বাসের পরিচালনা ও প্রথমবারের মতো বাপ্পী-অপু জুটি হয়ে কাজ করার কারণে ছবিটি অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্রটি।
১২ ফেব্রুয়ারি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিউ ইয়র্কের বোম্বে থিয়েটারে প্রিমিয়ার হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে ছবির নায়ক বাপ্পী বলেন, ‘এটা খুবই দারুণ একটি ব্যাপার হতে যাচ্ছে। আমি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ নেয়ার জন্য। আমেরিকার পাশাপাশি দুবাই, কাতার, ওমান, কানাডা।
তারাও বাংলা সিনেমা হলে বসে দেখতে চান। তাদের জন্যও যদি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি হলে মুক্তির ব্যবস্থা করা হয় খুব ভালো হবে।’
নিজের ছবি আমেরিকার দর্শকদের সামনে প্রদর্শিত হতে যাচ্ছে শুনে উচ্ছ্বাস প্রকাশ করলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘একজন নির্মাতা সবসময়ই চায় তার সিনেমাটি সবাই দেখুক। দর্শক দেখবে বলেই আমরা সিনমো তৈরি করি। আমেরিকায়র দর্শকদের অগ্রিম শুভেচ্ছা রইলো। আশা করছি তারা সিনেমাটি দেখে তৃপ্ত হবেন।’
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের প্রতিটি চলচ্চিত্রই আমরা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করে থাকি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’- ও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে শো করবো। আশা করছি দর্শকরা উপভোগ করবেন এ সিনেমাটি।’
তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার এ সিনেমাটি হতে যাচ্ছে নন্দিত অভিনেতা সাদেক বাচ্চুর শেষ সিনেমা। এই ছবিতে আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। আরও আছেন ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। এর আবহসংগীত করেছেন ইমন সাহা।