36 C
Kolkata
Wednesday, May 15, 2024

গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগে পুলিশ আটক করল

Must Read

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   ময়নাগুড়ির দুর্গাবাড়ি মোরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সি এস পি( কাস্টমার সার্ভিস পয়েন্ট) গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগে সি এস পির কর্নধার ও তার স্বামীকে ময়নাগুড়ি থানার পুলিশ আটক করল। অভিযোগ, ময়নাগুড়ির একটি স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে প্রায় ছয় লক্ষ টাকা তছরুপ করে। এই অভিযোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ময়নাগুড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ। এ ব্যাপারে চারজনকে জিঞ্জাসাবাদ শুরু করে পুলিশ। এরপর দুইজনকে আটক করে পুলিশ। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর , নেত্রী তনিমা রায় বলেন, এই ব্যঙ্কের অধীনে আমাদের ৫৮ টি স্বনির্ভর গোষ্ঠী টাকা লেনদেন করে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপের টাকা টাকা সি এস ,পি তে জমা করলেও সেই টাকা ব্যঙ্কে জমা পড়েনি।
তবে সিএসপির ইনচার্জ অভিযোগ স্বীকার করে বলেন, তার ভুল হয়ে গেছে।

আরও পড়ুন -  Mithu Mukherjee: মিঠু মুখার্জী অন্তরালে চলে গেলেন কেন? শেষ সিনেমাও সুপারহিট

Latest News

Monami Ghosh: ব্যাকলেস লেহেঙ্গা চোলিতে আবার আকর্ষণ করলেন মনামী, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে

Monami Ghosh: ব্যাকলেস লেহেঙ্গা চোলিতে আবার আকর্ষণ করলেন মনামী, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে।  মনামী একজন উজ্জ্বল নক্ষত্র বাংলার অভিনয় দুনিয়ায়। তার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img