Actress Rashmika Mandana: অভিনেত্রী রাশমিকা মন্দানার বৃহস্পতি এখন তুঙ্গে

Published By: Khabar India Online | Published On:

‘পুষ্পা’ সিনেমার সাফল্যে অভিনেত্রী রাশমিকা মন্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে এখনও গুছিয়ে ব্যবসা করছে। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে। আর এই সাফল্যের পরেই এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন ছবির নায়িকা রাশমিকা মন্দনা।

আরও পড়ুন -  শুভেন্দু অধিকারী কে দেখে নেবার হুমকি মদন মিত্রের, পালটা চ্যালেঞ্জ সাংসদ অর্জুন সিং এর

‘পুষ্পা’-র জয়যাত্রা এখানেই শেষ নয়। পরিচালক সুকুমার সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন আগেই। নাম ‘পুষ্পা: দ্য রুল’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন রাশমিকা।

আরও পড়ুন -  Harbhajan Singh: কৃষকের কন্যাদের দিলেন পুরো বেতন হরভজন সিং

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। বক্স অফিসে ছবির তুমুল সাফল্যের পর ৫০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়েছেন মন্দনা।

ছবিতে নায়ক অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। তার চরিত্রের নাম শ্রীবল্লী। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুট।

আরও পড়ুন -  বোল্ড ব্ল্যাক লুকে শ্রীভাল্লীর, ভক্তদের ঘুম উড়েছে, রাশ্মিকা হাজির এমন পোশাকে, VIDEO দেখুন