অটোচালকের হাতে আহত এক মহিলা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   অটোচালকের হাতে আহত এক মহিলা দ্বারস্থ হল শ্রমিক সংগঠনের নেতারা রাজু আলুওয়ালিয়া কাছে। ঘটনাটি ঘটে ছিল আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ পি পি অন্তর্গত কুমারপুর এলাকায়।

আরও পড়ুন -  Web Series: দুষ্টু যুবকটি গ্রামের ভাবির পিছনে পড়লো, যদি ১৮+ হন তবেই দেখা যাবে ওয়েব সিরিজটি

অটো ভাড়াকে কেন্দ্র করে অটোচালক সঙ্গে 7 জন সহ সাথী মিলে মহিলার গায়ে হাত দেয়। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে জানান মহিলা। শ্রমকি নেতা রাজু আলুওয়ালিয়া জানান, সঠিক তদ্দন্ত করে সঠিক বিচার করবো। অটো চালকে খুঁজে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -  মিশন মোড পর্যায়ে ভারতীয় রেল ২০৩০ সালের মধ্যে গণ পরিবহনে কার্বন নিঃসরণের পরিমাণ ‘নেট জিরো’ বা শূন্য মাত্রার নামিয়ে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে