পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখানঃ দিলীপ ঘোষ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   মঙ্গলবার সকালে আসানসোল পুরনিগমের ৪১ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার ও চায়ে পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ ৷ এরপর তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনূসারে কুলটি ব্লকের ৬৬ নং ওয়ার্ড তথা রামনগর অঞ্চলে বিজেপি প্রার্থী রাজেশ সিনহার হয়ে দুয়ারে দুয়ারে প্রচার কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ৷ তবে প্রচার অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই কুলটি থানার পুলিশের পক্ষ থেকে কোভিড বিধি লঙ্ঘনের প্রেক্ষিতে বিজেপির প্রচার অভিযান থামিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন -  মানবিকতার নজির সৃষ্টি করল জঙ্গলমহলের সারেঙ্গা থানার চিলতোড় গ্রাম এর সিভিক ভলেন্টিয়ার পিন্টু কুম্ভকার

এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর প্রচার অভিযানে অংশগ্রহণ করা বিজেপি কর্মী সমর্থকেরা দিলীপ ঘোষের নেতৃত্বে পথ অবস্থান বিক্ষোভ শুরু করে ৷ দিলীপ ঘোষ দাবি করেন, তারা কোভিড বিধি মেনে পাঁচজন নিয়ে প্রচার শুরু করলেও পুলিশ তাদের প্রচারে বাধা ৷ তিনি রামনগর এলাকায় উপস্থিত হওয়ায় সাধারণ মানুষ তার সাথে কথা বলতে ও সমস্যার কথাগুলি তুলে ধরতে উপস্থিত হচ্ছেন ৷ তৃণমূলের এসব পছন্দ নয় , তাই তারা পুলিশ দিয়ে প্রচারে বাধার সৃষ্টি করছে ৷ তবে তিনি এতে দমে যাবেন না ৷ কর্মসূচি অনুসারে যতগুলি প্রচার করার আছে সবগুলিই করবেন ৷ পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখান ৷ এদিন দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন প্রার্থী রাজেশ সিনহা , নির্মল কর্মকার সহ আরো অনেকে ৷

আরও পড়ুন -  "একটু উষ্ণতার ছোঁয়া"

উল্লেখ্য গতকাল বিকেলে ২৭ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী চৈতালী তিওয়ারির সমর্থনে প্রচারে গিয়েও পুলিশি বাধার সম্মুখিন হতে হয় দিলীপ ঘোষকে ৷ অন্যদিকে মঙ্গলবার সকালে ৬৬ নং ওয়ার্ডে প্রচার সেরে কুলটি থেকে বরাকর অঞ্চলে রোড শো করতে গেলে কোভিড বিধি লঙ্ঘনের দায়ে পুলিশি বাধার সম্মুখিন হতে হয় দিলীপ ঘোষকে ৷ যেখানে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন দিলীপ ঘোষের অনুগামীরা ৷ যেখানে স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ও লক্ষণ ঘড়ুই উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন -  Mexico: নির্বাচনী সংস্কারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, মেক্সিকোতে