পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখানঃ দিলীপ ঘোষ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   মঙ্গলবার সকালে আসানসোল পুরনিগমের ৪১ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার ও চায়ে পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ ৷ এরপর তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনূসারে কুলটি ব্লকের ৬৬ নং ওয়ার্ড তথা রামনগর অঞ্চলে বিজেপি প্রার্থী রাজেশ সিনহার হয়ে দুয়ারে দুয়ারে প্রচার কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ৷ তবে প্রচার অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই কুলটি থানার পুলিশের পক্ষ থেকে কোভিড বিধি লঙ্ঘনের প্রেক্ষিতে বিজেপির প্রচার অভিযান থামিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন -  Indian Railway: নতুন নিয়ম আসছে ট্রেনের টিকিটে, জেনারেল টিকিটেও এই নিয়ম হবে

এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর প্রচার অভিযানে অংশগ্রহণ করা বিজেপি কর্মী সমর্থকেরা দিলীপ ঘোষের নেতৃত্বে পথ অবস্থান বিক্ষোভ শুরু করে ৷ দিলীপ ঘোষ দাবি করেন, তারা কোভিড বিধি মেনে পাঁচজন নিয়ে প্রচার শুরু করলেও পুলিশ তাদের প্রচারে বাধা ৷ তিনি রামনগর এলাকায় উপস্থিত হওয়ায় সাধারণ মানুষ তার সাথে কথা বলতে ও সমস্যার কথাগুলি তুলে ধরতে উপস্থিত হচ্ছেন ৷ তৃণমূলের এসব পছন্দ নয় , তাই তারা পুলিশ দিয়ে প্রচারে বাধার সৃষ্টি করছে ৷ তবে তিনি এতে দমে যাবেন না ৷ কর্মসূচি অনুসারে যতগুলি প্রচার করার আছে সবগুলিই করবেন ৷ পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখান ৷ এদিন দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন প্রার্থী রাজেশ সিনহা , নির্মল কর্মকার সহ আরো অনেকে ৷

আরও পড়ুন -  Koel Mallick: সিক্রেট ফাঁস করলেন কোয়েল

উল্লেখ্য গতকাল বিকেলে ২৭ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী চৈতালী তিওয়ারির সমর্থনে প্রচারে গিয়েও পুলিশি বাধার সম্মুখিন হতে হয় দিলীপ ঘোষকে ৷ অন্যদিকে মঙ্গলবার সকালে ৬৬ নং ওয়ার্ডে প্রচার সেরে কুলটি থেকে বরাকর অঞ্চলে রোড শো করতে গেলে কোভিড বিধি লঙ্ঘনের দায়ে পুলিশি বাধার সম্মুখিন হতে হয় দিলীপ ঘোষকে ৷ যেখানে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন দিলীপ ঘোষের অনুগামীরা ৷ যেখানে স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ও লক্ষণ ঘড়ুই উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন -  Pilot: পাইলটের রহস্যময় মৃত্যু, মাঝ আকাশ থেকে পড়ে