32 C
Kolkata
Wednesday, May 15, 2024

ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি চুরি

Must Read

সজল দাশগুপ্ত, ময়নাগুড়িঃ    শনিবার ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি তোলার খবর পেয়ে অভিযানে নামে ভূমি রাজস্ব দপ্তর ও ময়নাগুড়ি থানার পুলিস। দুটি এলাকা থেকে তিনটি ট্রলি আটক করেছে পুলিস। সেই সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন ময়নাগুড়ি থানার পুলিস ও ভূমি রাজস্ব দপ্তর যৌথভাবে ময়নাগুড়ি রোডের কলতাপাড়া ও টিকাটুলি এলাকায় অভিযানে নামে। অবৈধ ভাবে মাটি তোলার অভিযোগে দুটি ট্রলি আটক করে তাঁরা। কিন্তু পুলিসকে দেখে ট্রলি ছেড়ে ট্রলির চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।অপর দিকে এদিন ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিসের ওসি মোস্তফা হোসেন টেকাটুলি এলাকায় অভিযান চালায়। তিনি একজন ব্যাক্তি সহ একটি ট্রলি আটক করেছে। জানা গিয়েছে, ঝিল থেকে অবৈধভাবে মাটি তোলা হচ্ছিল। সেটা ট্রলিতে করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন -  পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখানঃ দিলীপ ঘোষ

ভূমি রাজস্ব দপ্তরের রিভিনিউ অফিসার প্রসেনজিত বর্মন বলেন, আমাদের অভিযান লাগাতার চলবে।

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img