Viral: উন্মুক্ত নাভি, দুর্দান্ত ভঙ্গিতে পেট দুলিয়ে ‘বেলি ডান্স’, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

ক্লাসিক্যাল গানের সঙ্গেও যে ‘বেলি ডান্স’ নাচা যায়, তা প্রমান করলেন এক যুবতী। ‘বেলি ডান্স’ আমাদের ভারতীয় নৃত্য শিল্পের অঙ্গ নয়। বেলি ডান্স পাশ্চাত্যের নৃত্যশৈলী। কিন্তু আমরা ভারতীয়রা সব কিছুকেই আপন করে নিয়েছে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে পোশাক-আশাক, উৎসব-অনুষ্ঠান সব কিছুতেই যখন পাশ্চাত্যের ছোঁয়া আছে। তখন কেনইবা শিল্পের ক্ষেত্রে পাশ্চাত্যের ছোঁয়া থাকবে না। তাই নাচ শিল্পেও পাশ্চাত্যের নৃত্যশৈলী বেলি ডান্সের ছোঁয়া লেগেছে, একেই বলে একেবারে অসাধারণ ফিউশন।

ক্লাসিক্যাল গানের সঙ্গে নাচ পরিবেশন করছেন এক যুবতী একেবারে অন্যরকম নয়, এ নাচ পাশ্চাত্যের এক অসাধারন নাচ ‘বেলি ডান্স’। এই নাচের নামের মধ্যেই আছে নাচটি কিভাবে হয়, তার ছোট্ট বর্ণনা। নিজের পেটকে শরীরের সঙ্গে সমানভাবে নাচিয়ে এই নাচ প্রদর্শন করা হয়। পাশ্চাত্যের ফর্সা রমণীরা তারা এই ভাবেই, সুন্দর করে নাচ পরিবেশন করে, দর্শকদের আকৃষ্ট করতেন।

আরও পড়ুন -  Sudipa Chatterjee: ছোট্ট আদিদেব এর জন্মদিন পালিত, সুদীপা মা অনেক কিছু রান্না করেছে

বিখ্যাত ‘বেলি ডান্সার’ দিপালী বশিষ্ট্য অসাধারণ নাচ পরিবেশন করেছেন। এখানে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যকে মিলিয়ে দেওয়ার অসাধারণ চেষ্টায় দর্শকরা মুগ্ধ হয়েছেন। এর আগেও দিপালীর অসাধারণ বেলি ডান্স দেখে মুগ্ধ হয়েছে গোটা নেট দুনিয়া। উন্মুক্ত নাভিতে তার পেট নাচানো বেশ আকর্ষিত চেহারায় এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। ঝড়ের গতিতে পৌঁছে গেছে হাজার হাজার মানুষের কাছে। হলুদ রঙের টপ এবং জমকালো স্কার্টে তাকে দেখতেও বেশ সুন্দর লাগছে।

আরও পড়ুন -  ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়, আগেকার দিনে এই নতুন প্রজন্মের প্রতিভা প্রকাশ করার জন্য কত কিছুই না করতে হতো। দীর্ঘ লাইন দেওয়ার পরে তারপরে হয়তো টেলিভিশন বা রেডিওতে কোন একটা অডিশন পাওয়া যেত। কিন্তু বর্তমানে হাতে যদি একটা মুঠোফোন থাকে, আর সোশ্যাল মিডিয়ায় ইতি উতি যদি একটু ঘুরে বেড়ানো যায়, তাহলে নিজের প্রতিভাকে সহজেই পৌঁছে দেওয়া যায়।

আরও পড়ুন -  Susmita Chatterjee: সুস্মিতাকে ট্রোল নেটিজেনদের, কেন?