29 C
Kolkata
Wednesday, May 15, 2024

Mainaguri Police: ওমিক্রনের বাড়বাড়ন্তে সচেতনতামূলক প্রচারে সক্রিয় হলেন, ময়নাগুড়ি থানা ও ট্রাফিক পুলিশ

Must Read

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   ময়নাগুড়ি ৪ঠা জানুয়ারি করোনা পরিস্থিতি এবং ওমিক্রনের বাড়বাড়ন্তে সচেতনতামূলক প্রচারে সক্রিয় হলেন ময়নাগুড়ি থানা ও ট্রাফিক পুলিশ। সোমবার জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানা ও ময়নাগুড়ি ট্রাফিক যৌথভাবে সচেতনতামূলক ভ্রাম্যমাণ প্রচার অভিযান চালান। তবে বিধি-নিষেধ দাড়ি থাকা সত্ত্বেও এবং প্রশাসনের তরফে মাইকযোগে মাষ্ক ব্যবহার করার কথা বলা হলেও এদিন অনেকের মুখেই মাষ্ক ছিল না। তাদের কাছে জানতে চাওয়া হলে তারা অন্য কোন অছিলায় বিষয়টিকে এড়িয়ে যান।
যদিও এ ব্যাপারে জানতে চাওয়া হলে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত কুমার সাহা জানান,”এ ব্যাপারে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং আগামীকাল থেকে অবশ্যই তাদের মাষ্ক পড়তে সচেতনতা করা হবে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মাইকিং করা সত্ত্বেও কোন মানুষ যদি মাষ্ক না পড়েন এবং সামাজিক দূরত্ব বিধি না মেনে চলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মাইকিং করে জানানো হয় রাত ১০টা থেকে ভোর পাঁচটা অবধি কোনরকম যানবাহন চলাচল বা দোকানপাট বা কোন রকম অনুষ্ঠান করা যাবে না শুধুমাত্র জরুরি পরিষেবা ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।

আরও পড়ুন -  Bangladesh-India Match: কোহলিরা এখন ঢাকায়, ওয়ানডে-টেস্ট সিরিজ খেলতে

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img