Parliament Building: পার্লামেন্টে ভবনে আগুন, দক্ষিণ আফ্রিকার

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় রবিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সূত্র, প্রথমে ৩৬ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্লামেন্ট ভবনে আগুন ধরে। সে সময় চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন -  Mumbai: ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬, মুম্বাইয়ে বহুতল ভবনে

পার্লামেন্ট ভবন আগুন লাগার ঘটনা এএফপিকে নিশ্চিত করেছেন কেপ টাউনের জরুরি বিভাগের মুখপাত্র। তিনি জানান, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রেণের অনুরোধ করেছেন। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

আরও পড়ুন -  Cricket Liton Das: লিটন পত্নী চটেছেন

অগ্নিকাণ্ডের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়টি এবং ভবনের ভেতরে কেউ আছে কিনা তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  Parineeti Chopra: প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি, নতুন জীবন শুরুর আগে

কেপটাউনে পার্লামেন্টের ঘরগুলি তিনটি বিভাগ নিয়ে গঠিত। মূল ভবনটি অনেক পুরাতন ১৮৮৪ সালে সেটি নির্মান করা হয়েছিল। ১৯২০ এবং ১৯৮০ সালে নতুন বিভাগগুলো তৈরি করা হয়েছিল। সূত্র: আল-জাজিরা