Rain: বড়দিনের পরই বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিলো আবহাওয়া দপ্তর

Published By: Khabar India Online | Published On:

বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিলো আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে হাওয়াকে আসতে বাধা দিচ্ছে, যার কারণেই বড়দিনে কনকনে শীতের দেখা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আরও পড়ুন -  নতুন বছর এই শীতের আমেজে চড়ুইভাতি ডায়মন্ডহারবার

বড়দিন মানেই শীতের উৎসব। পিকনিক, ভ্রমণ। থাকে কনকনে শীত, কিন্তু এ বারের আবহাওয়া বলছে, শীত অনেকটা কমই রয়েছে।

আবহবিদেরা জানাচ্ছেন, শীতের উৎস দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আর সেখানেই পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তাই পূর্ব ভারতে শীতের কনকনে ভাব কমেছে।

আরও পড়ুন -  আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে মেয়র কাপ আমন্ত্রণমূলক ভলিবল প্রতিযোগিতা

এমন আবহাওয়ার কারণেই আগামী পাঁচ দিনে বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বৃষ্টির পূর্ভাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সিকিম ও ওড়িশায়। জম্মু-কাশ্মীর ও লাদাখে ২৪-২৫ ডিসেম্বর তুষারপাত হওয়ার সম্ভাবনা প্রবল। ২৪ ডিসেম্বর তুষারপাত হতে পারে হিমাচলে।

আরও পড়ুন -  Movie: জিৎ এর নায়িকা মিম, সঞ্জয়ের সিনেমায়