Liverpool Match: লিভারপুলের ম্যাচ স্থগিত, করোনার জন্য

Published By: Khabar India Online | Published On:

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পরবর্তী রাউন্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ম্যাচ স্থগিত করা হয়েছে। আগামী রবিবার বক্সিং ডে’তে অ্যানফিল্ডে লিডসের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো সালাহ-মানেদের।
লিডস ইউনাটেডে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় তারা ইপিএল কর্তৃপক্ষের কাছে ম্যাচ স্থগিতের আবেদন করে। কর্তৃপক্ষ তাদের দিক বিবেচনা করে অ্যানফিল্ডের ম্যাচটি আপাতত স্থগিত করেছে।

আরও পড়ুন -  Banned: ১০ মাসের জন্য নিষিদ্ধ শহীদুল, ডোপ টেস্টে পজিটিভ

এদিকে উলভারহ্যাম্পটন আর ওয়াটফোর্ডের মধ্যকার ম্যাচও স্থগিত করা হয়েছে করোনার কারণে। ওয়াটফোর্ডে করোনা আক্রান্তের পরিমাণ এতোই বেশি যে তাদের মাঠে নামানোর মতো পর্যাপ্ত খেলোয়াড়ই নেই।

আরও পড়ুন -  মুখে মাস্ক ছাড়া বাজারে ঘোরাঘুরি করলে পুলিশ আটক করছে, এলাকায় জটলা ও আড্ডা বন্ধ করুন

গত সপ্তাহে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচও বাতিল স্থগিত হয়েছিলো করোনার কারণে। ইউরোপে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এই কদিনেই ইপিএলে ১২ টি ম্যাচ স্থগিত করতে হয়েছে কর্তৃপক্ষকে।

আরও পড়ুন -  কোয়ার্টারে এক পা লিভারপুলের