Liverpool Match: লিভারপুলের ম্যাচ স্থগিত, করোনার জন্য

Published By: Khabar India Online | Published On:

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পরবর্তী রাউন্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ম্যাচ স্থগিত করা হয়েছে। আগামী রবিবার বক্সিং ডে’তে অ্যানফিল্ডে লিডসের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো সালাহ-মানেদের।
লিডস ইউনাটেডে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় তারা ইপিএল কর্তৃপক্ষের কাছে ম্যাচ স্থগিতের আবেদন করে। কর্তৃপক্ষ তাদের দিক বিবেচনা করে অ্যানফিল্ডের ম্যাচটি আপাতত স্থগিত করেছে।

আরও পড়ুন -  No Mask No Entry, সাথে সামাজিক দূরত্ব পালন করার পোস্টার লাগানো হচ্ছে আসানসোল সব্জি ও মাছ বাজারে

এদিকে উলভারহ্যাম্পটন আর ওয়াটফোর্ডের মধ্যকার ম্যাচও স্থগিত করা হয়েছে করোনার কারণে। ওয়াটফোর্ডে করোনা আক্রান্তের পরিমাণ এতোই বেশি যে তাদের মাঠে নামানোর মতো পর্যাপ্ত খেলোয়াড়ই নেই।

আরও পড়ুন -  কেন্দ্রের এই প্রকল্পে মাসে ৫০০০ টাকা পাবেন সবাই

গত সপ্তাহে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচও বাতিল স্থগিত হয়েছিলো করোনার কারণে। ইউরোপে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এই কদিনেই ইপিএলে ১২ টি ম্যাচ স্থগিত করতে হয়েছে কর্তৃপক্ষকে।

আরও পড়ুন -  বেঙ্গালুরুতে ৬ দিনে আক্রান্ত ৩০১ শিশু, তৃতীয় ঢেউ সামনেই ? কি বলছেন চিকিৎসকরা