টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী জুটি বাঁধলেন বাংলাদেশী অভিনেতার সঙ্গে, মুহুর্তের মধ্যে ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

 বিখ্যাত অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী বছর শেষে হাত ধরলেন বাংলাদেশি অভিনেতার। ‘তুই আর আমি, চল করি পাগলামি, হয় হোক বদনামি পৃথিবীতে খুব’, হ্যাঁ, জোর গলায় সারতে চলেছেন প্রেমের ঘোষণা। শহর জুড়ে যখন শীতের আমেজ তখন ভালোবাসার রঙ ছড়াচ্ছেন মিমি-নিরব। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে পুরোটাই অনস্ক্রিনে। প্রথমবার বাংলাদেশের হিরো নিরবের বিপরীতে কাজ করেন তৃণমূলের তারকা সাংসদ। ওই দেশের এক মিউজিক ভিডিয়োতে দেখা যাবে দুজনকে।মঙ্গলবার রাতে সেই গানেরই টিজার প্রকাশ পেল।

আরও পড়ুন -  ISL-এ ইস্টবেঙ্গল, ফের লাল-হলুদ শিবিরের ত্রাতা মুখ্যমন্ত্রীই

ইংরেজি বছরের শুরুতেই টি এম রেকর্ডসের তরফে নতুন প্রকাশিত হতে চলেছে গানের ভিডিও। বাবা যাদবের পরিচালনায় তৈরি হয়েছে নিরব-মিমির এই মিউজিক ভিডিও। গানের নাম ‘তুই আর আমি’, যা গেয়েছেন আরিফিন রুমি এবং লিখেছেন কৌশিক হোসেন তাপস।এর পাশাপাশি, মিউজিকের যাবতীয় দায়িত্বও সামলেছেন তাপস নিজেই।

আরও পড়ুন -  সরকারের নতুন উদ্যোগ 'দুয়ারে শিল্প', কারা পাবেন এই সুবিধা!

গানের টিজারে সুপারহট লুকে মিমি এবং পাশাপাশি হট বাংলাদেশী অভিনেতা ধরা দিয়েছেন। কখনও কালো ব্রালেট আর স্কার্ট কখনও রেড হট লুকে চমকে দিলেন এই টলি সুন্দরী। ঢালিউডের তারকা নিরবও মুগ্ধ তাঁর কো-স্টারকে নিয়ে। তিনি জানিয়েছেন, ‘গানটির পাশাপাশি মিমি চক্রবর্তীও এক আকর্ষণ। তাঁর সঙ্গে শ্যুটিং করার সময়ই বুঝতে পারছিলাম, কাজটি দুর্দান্ত হচ্ছে।’

আরও পড়ুন -  CPM: সিপিএমের জেলা সম্মেলন, আগামী জানুয়ারি মাসে

এই মিউজিক ভিডিয়োর ভিডিওটি সম্পূর্ণটাই শ্যুটিং হয়েছে রাজস্থানে।এই ভিডিও মুক্তির কয়েকঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেছে গানের টিজার। ফেসবুকে এই টিজারে প্রায় ১০ লক্ষ ছুঁইছুঁই ভিউ সংখ্যা। প্রথমবার বাংলাদেশের অভিনেতার সঙ্গে কাজ করার জন্য মিমি চক্রবর্তীকে তার অনুরাগীরা প্রত্যেকে শুভকামনা জানিয়েছেন।