Real Madrid: রুডিগার, রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন

Published By: Khabar India Online | Published On:

রিয়াল মাদ্রিদ অনেক দিন থেকেই চেলসির সেন্টার ব্যাক অ্যান্টনিও রুডিগারের দিকে নজর রেখে আসছিলো। এবার সম্ভবত তারা তাকে ফ্রি খেলোয়াড় হিসেবে পেতে যাচ্ছে। চলতি মৌসুম শেষেই চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রুডিগারের। তার পরই তিনি ফ্রি খেলোয়াড় হিসেবে যে কোন দলে যোগ দিতে পারবেন।
জার্মান জাতীয় দলের ডিফেন্ডার রুডিগার ২০১৭ সালে রোমা থেকে যোগ দেন চেলসিতে। বর্তমান কোচ টমাস টুখেলের অধীনে দুরন্ত খেলছেন রুডিগার। কোচ তাকে ছাড়তে চাচ্ছেন না। তবে এই ফুটবলার নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

আরও পড়ুন -  Real Madrid: গল্প লিখলো রিয়াল

জানা গেছে, রুডিগার বর্তমান সপ্তাহে ৯০ হাজার পাউন্ড পারিশ্রমিক পান। তবে তিনি মনে করেন তার পাওয়া উচিত দুই লক্ষ পাউন্ড। যা নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। এর ফলে তার দল ছাড়া অনেকটাই নিশ্চিত। আর এ সুযোগটিই কাজে লাগাতে চায় রিয়াল মাদ্রিদ। যদিও তার চেলসিতে থাকার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। তবে সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

আরও পড়ুন -  দেশে ৭ লক্ষ ২০হাজারের মতো সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন

গত আসরে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর ক্ষেত্রে রুডিগারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। রুডিগার এখন পর্যন্ত ঐ একবারই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।