নিরলস ভাবে রাজ্যজুড়ে বৃক্ষরোপণ করে চলেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রাথমিক শিক্ষক শ্যামল জানা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ৪ ডিসেম্বর:   শুধুমাত্র নিজের উদ্যোগেই নিরলস ভাবে রাজ্যজুড়ে বৃক্ষরোপণ করে চলেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রাথমিক শিক্ষক শ্যামল জানা।

শনিবার মালদার ইংরেজবাজারের শোভানগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি।

আরও পড়ুন -  High Return Savings Scheme: সঞ্চয় বাড়বে হু হু করে এই প্রকল্পে, ভারতের সাধারণ মানুষের জন্য

এদিন স্কুল চত্বরে নিজের হাতে একটি বটগাছ লাগান তিনি।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকেই বৃক্ষরোপণ কর্মসূচি নেন তিনি। সম্প্রতি, ২৭ নভেম্বর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন তিনি।

কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিঙ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর হয়ে এদিন মালদা আসেন তিনি। বিশ্বজুড়ে প্রায় পাঁচ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য রয়েছে বলে জানান শ্যামল জানা।

আরও পড়ুন -  ২০২১ সালে শিশুরা বেশি কনটেন্ট আপলোড করেছে