United States: যুক্তরাষ্ট্র পাড়ি বুবলীর

Published By: Khabar India Online | Published On:

ঢালিউড অ্যাওয়ার্ডের ১৯তম আসর অনুষ্ঠিত হচ্ছে আগামী ৪ ডিসেম্বর, জ্যামাইকাতে। এতে অংশ নেবেন ঢালিউড কিং শাকিব খান সহ আরও অনেক তারকা। এই অনুষ্ঠানে অংশ নিতে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলীও।  এছাড়াও দেশের ২৫ জনের মতো তারকা ওই অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন আয়োজক প্রবাসী ব্যবসায়ী আলমগীর খান আলম।

আরও পড়ুন -  Monami Ghosh: মৌ বৌদির পিঠখোলা পোশাক দেখে, নোংরা ভাষায় আক্রমণ নেটিজেনের !

তিনি বলেন, ‌‘বাংলাদেশ থেকে কিং খান শাকিব ইতোমধ্যে নিউ ইয়র্ক এসেছেন। শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী, শিরিন শিলা, আমান রেজাও যোগ দেবেন। অনুষ্ঠানটি নিয়ে আমাদের একটি টিম কাজ করছে। এটা হতে যাচ্ছে ঢালিউডের মহাসমাবেশ।’

আরও পড়ুন -  China: বিশ্বের জন্য উদ্বেগের, চীনের করোনা পরিস্থিতিঃ মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র

জানা যায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের সিনেমার গানে পারফর্ম করবেন বুবলী। তবে শাকিব-বুবলী একসঙ্গে পারফর্ম করবেন কিনা, তা নিশ্চিত নয়। সপ্তাহ খানেক আমেরিকায় অবস্থানের পর ঢাকায় ফিরবেন এই চিত্রনায়িকা।

আরও পড়ুন -  Qatar World Cup Mascot La-Ib: মাসকট লা-ইব কাতার বিশ্বকাপে, শব্দের অর্থ ‘অত্যন্ত দক্ষ খেলোয়াড়’