Coal Mine: রাশিয়ার একটি কয়লা খনি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত

Published By: Khabar India Online | Published On:

রাশিয়ার একটি কয়লা খনি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহতের খবর পাওয়া গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি ও আল-জাজিরা।

রাশিয়ার বার্তা সংস্থা তাস- এর প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার কেমোরোভা অঞ্চলের লিজতিজনায়া খনির একটি বায়ুচলাচল খাদে আগুন ধরে গেলে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় আটকা পড়েন শ্রমিকরা।

আরও পড়ুন -  Rashifol: আজ ২৫শে ডিসেম্বর (৯ই পৌষ) শনিবার রাশিফল দেখুন

প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর জানা যায়। কিন্তু রাতের মধ্যে আটকেপড়া শ্রমিকদের উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় বাড়তে থাকে নিহতের সংখ্যা। জরুরিসেবা বিভাগের এক সূত্র বলছে, আটকেপড়াদের মধ্যে ‘কেউ হয়তো আর বেঁচে নেই’।

আরও পড়ুন -  Earthquake in Turkey-Syria: ৩৬ হাজার প্রাণহানি ছাড়াল, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে

দুর্ঘটনার সময় সেখানে ২৮৫ জনের মতো ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুন -  Sandwich Shoes: ‘স্যান্ডউইচ জুতা’ ফ্যাশন দুনিয়ায়