Salman Khan: জন্মদিন বলিউড `সুলতান`, সালমান খান

Published By: Khabar India Online | Published On:

 দুর্দান্ত অভিনয় দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শুধু দেশে নয়, সালমানের খ্যাতির বিস্তৃতি দুনিয়াজুড়ে। `দাবাং` খ্যাত এই অভিনেতার ৫৫তম জন্মদিন আজ।

জন্মদিনে বলিউড `সুলতান` ভেসে যাচ্ছেন শুভেচ্ছা আর ভালোবাসায়। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা মাতিয়ে রাখা সালমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মীরা।

তবে জানা গেছে,সালমানের জন্মদিনকে ঘিরে প্রতিবারের মতো এবার তেমন কোনো আয়োজন করা হচ্ছে না। এমনকি ভক্তদের বাড়িতে এসে দেখা করার ব্যাপারেও নিরুৎসাহিত করছেন সালমান। বাড়িতে প্রবেশ ও ভিড় না করার নিষেধাজ্ঞা দিয়ে মুম্বাইয়ের বাড়িতে নোটিশবোর্ডও টানিয়েছেন সালমান।

আরও পড়ুন -  নববর্ষ এবং চৈত্র সেলের বাজারে নতুন পোশাকের বেচাকেনা না থাকায় দুশ্চিন্তার পড়েছেন বহু ব্যবসায়ীরা

কারণ, করোনার সংক্রমণ। বিশ্বজুড়ে দ্বিতীয় প্রবাহ চলছে এই ভাইরাসটির। যার মন্দ প্রভাব দেখা যাচ্ছে ভারতেও। তাই এ মুহূর্তে কোনো অনুষ্ঠান আয়োজন করে বিপদ টেনে আনতে চাইছেন না ভাইজান।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাত্কারে সালমানের এক বন্ধু জানিয়েছেন, `করোনা নিয়ে সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন সালমান। চলমান এই সময়ে তিনি কখনোই চান না তার ভক্তরা একসঙ্গে হয়ে তার বাড়ির সামনে আসুক। স্বাস্থ্য ঝুঁকিসহ আরো নানা সমস্যা হতে পারে। তাই এমন কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

আরও পড়ুন -  Zelensky: ইউক্রেন যুদ্ধের অবসান সম্ভব, কূটনীতি’র মাধ্যমেইঃ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

সালমান হয়তো জন্মদিনে নিজেই বাড়িতে থাকবেন না। বোনের বাড়িতে অথবা অন্য কোথাও চলে যাওয়ার কথা রয়েছে তার। নিজের মতো করে এবার একান্তে দিনটি কাটাবেন। আর ভক্তদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছাও জানিয়েছেন তিনি নিজের মতো করে।`

আরও পড়ুন -  Footpath Trader: তৃণমূল করার অভিযোগে এক ফুটপাত ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিল

প্রসঙ্গত, করোনা লকডাউন শেষে ইতিমধ্যে সিনেমার শুটিং সেটে নেমে পড়েছেন সালমান। `রাধে`, `টাইগার ৩` সহ আরো বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া টেলিভিশনে প্রচারিত হচ্ছে তার রিয়েলিটি শো `বিগ বস : সিজন ১৪`।