Chhat Puja: ছটের ঘাট পরিদর্শন করলেন, ইংরেজবাজার পুরো প্রশাসক

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ৯ নভেম্বরঃ   ছটের ঘাট পরিদর্শন করলেন ইংরেজবাজার পুরো প্রশাসক।

মঙ্গলবার সকালে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মহানন্দা নদীর তীরবর্তী ঘাট গুলি পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন -  Web Series: সব সীমা পার করেছে ঘনিষ্ঠ দৃশ্যের এই ৩ ওয়েব সিরিজ, আগে বন্ধ করুন দরজা জানালা তারপর দেখুন

মহানন্দা নদীতে জল থাকার কারণে ঘাট গুলির বেহাল দশা। বালির বস্তা এবং মাটি কেটে ভক্তদের নামার যোগ্য করা হচ্ছে ছটের ঘাট গুলি।

এদিন ইংরেজবাজার পৌরসভার ১,২,৮,৯,১২ নং ওয়ার্ড সহ মহানন্দা তীরবর্তী ওয়ার্ডের ঘাট গুলি পরিদর্শন করেন পুরো প্রশাসক সুমালা আগারওয়ালা। এর পাশাপাশি যে সমস্ত এলাকায় পুকুরে ছট পূজা করেন ভক্তরা সেই এলাকাগুলিও পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন -  বগটুই গণহত্যা কাণ্ডে ধৃত রিটন সেখকে জেল হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত

ছট পূজা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে ঘাট পরিষ্কার, আলোর ব্যবস্থা সহ বিভিন্ন পরিসেবা দিবে ইংরেজবাজার পৌরসভা বলে জানান পুর প্রশাসক সুমালা আগরওয়ালা।