Ten Heads Of Kali: দিনের আলোয় পূজিতা হন দশ মাথা কালী

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   ইতিহাস বিজড়িত প্রথা মেনে দিনের আলোয় পূজিতা হন দশ মাথা কালী।

মালদার ইংরেজবাজার শহরের গঙ্গাবাগে বৃটিশ আমলে শুরু হওয়া এই পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে।

আরও পড়ুন -  তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে,ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূলের বিডিও অফিস ঘেরাও

বুধবার সকালে মহা ধুমধাম করে মন্দিরে আনা হয় প্রতিমা। দেবীর ১০ মাথা, দশ হাত ও ১০ পা রয়েছে। প্রতিমায় শিবের কোন অস্তিত্ব নেই।

দেবীর পায়ের তলায় রয়েছে অসুরের কাটা মুন্ডু। প্রতিহাতে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র। গঙ্গাবাগ এলাকায় মায়ের মন্দিরটি নির্মিত হয়েছে ১৯৮৫ সালে।পুজোয় বলি প্রথা চালু রয়েছে। বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছে ইংরেজবাজার ব্যায়াম সমিতি।

আরও পড়ুন -  মোটা টাকা পাবেন বয়স্করাও লক্ষ্মীর ভাণ্ডারের পর, বার্ধক্য ভাতা নিয়ে ঘোষণা রাজ্য সরকারের