United States: ১৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র, আফগানদের

Published By: Khabar India Online | Published On:

মানবিক সংকটে থাকা আফগানদের সহায়তায় ১৪ কোটি ৪০ লাখ ডলার দেয়ার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্থনি ব্লিনকেন এ ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির।
সহযোগিতার এ অর্থ সরাসরি আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ কারণে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার এ অর্থ পাচ্ছে না।

আরও পড়ুন -  কিছু বিশেষ নিয়ম কানুন জেনে নিন ট্রেন সফর করার আগে, না হলে জরিমানাও হতে পারে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ অর্থ দেয়া হবে।

আরও পড়ুন -  Tornado: টর্নেডোতে মৃতের সংখ্যা ৮০ ছাড়ালো, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে

ব্লিনকেন বলেন, বরাদ্দকৃত এ অর্থ ১ কোটি ৮০ লাখ আফগানের সহযোগিতায় কাজে লাগানো হবে। এ আফগানরা চরম সংকটের মধ্যে দিন পার করছেন। প্রতিবেশি দেশগুলোতে শরণার্থী হিসেবে থাকা আফগানদেরও এ অর্থ থেকে সহায়তা দেয়া হবে। ছবি: আল জাজিরা

আরও পড়ুন -  Hurricane Fiona: ডোমিনিকান রিপাবলিক হারিকেন ফিওনার তাণ্ডবে বিপর্যস্ত, নিহত ৩