Nusrat Faria: নুসরাত ফারিয়ার নতুন গান ‘হাবিবি’

Published By: Khabar India Online | Published On:

 সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলাতেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন। গানও গাইতে পারেন। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে তার অভিষেক হয়।

ফারিয়ার গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশের পর নেটের দুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছিল! সেই সাফল্যের দ্বিতীয় গান দিয়েও দর্শক-শ্রোতাদের মন মাতিয়েছেন তিনি।

আরও পড়ুন -  Twitter: লিন্ডা ইয়াকারিনো নতুন সিইও টুইটারের

 ফারিয়া সুখবর দিলেন আরও এক নতুন গানের। জানালেন, ‘হাবিবি’ নামে একটি গান প্রকাশ হতে যাচ্ছে।

আগামী ২ নভেম্বর কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নুসরাত ফারিয়ার এ গানটি।

আরও পড়ুন -  এই ৫ ব্যক্তিত্ব, টিম ইন্ডিয়ার কোচ হতে পারেন বলে মনে করা হচ্ছে, রবি শাস্ত্রীর জায়গায়

আরবীয় সুর-সংগীত ও নাচের আমেজে ‘হাবিবি’ গানটিতে ভিন্নতার ছাপ রেখেছেন বলে জানান ফারিয়া।

নুসরাত ফারিয়া বলেন, ‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝিতে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটারে দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিওর শুটিং হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে পারফর্ম করেছেন আমার সঙ্গে।’

আরও পড়ুন -  Apurba And Nusrat Faria: আবারও পর্দায়, অপূর্ব ও নুসরাত ফারিয়া

‘হাবিবি’ গানের কথা লিখেছেন নূর নবী, সুর করেছেন আদিব কবির। ভিডিও নির্মাণসহ কোরিওগ্রাফি করেছেন ‘বস’খ্যাত চিত্রপরিচালক ও জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।