চলতি বছরের মার্চ মাসে বৈদ্যুতিক গাড়ি প্রকল্পকে ‘সাবসিডিয়ারি’ ঘোষণা করে শাওমি। সম্প্রতি বিনিয়োগকারীদের এক বৈঠকে শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন নিশ্চিত করেছেন যে, কোম্পানিটির বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ট্র্যাকে রয়েছে। লেই জুন আশা করছেন, ২০২৪ সালের প্রথমার্ধেই গাড়িটির ব্যাপক উৎপাদন শুরু করতে পারবে।
গত আগস্টে কোম্পাটি তাদের ইলেকট্রিক ভেহিক্যাল আর্মের নিবন্ধন সম্পন্ন করেছে । এ প্রকল্পে এক দশকে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে শাওমি। এই গাড়িতে ডিপমোশন সুবিধা থাকবে যা সেল্ফ ড্রাইভিং টেকনোলজির উপর কাজ করবে। শাওমি এরই মধ্যে তার গাড়ি প্রকল্পে কর্মচারী নিয়োগ দেওয়া শুরু করেছে। তবে শাওমি গাড়ির জন্য নতুন কোনো ফ্যাক্টরি স্থাপন করবে, নাকি তৃতীয় পক্ষের মাধ্যমে উৎপাদনে যাবে – তা এখনও স্পষ্ট নয়। সূত্র: ইন্টারনেট