Goddess Lakshmi: দেবী লক্ষ্মীর আরাধনা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ আজ মঙ্গলবার দেবী লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে পকেটএ টান মধ্যবিত্ত বাঙালির।

পুজোর সামগ্রীর দাম আকাশছোঁয়া বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের।

তবে দাম আকাশছোঁয়া হলেও মঙ্গলবার সকাল থেকেই ইংরেজবাজার শহরের রথবাড়ি বাজার পোস্ট অফিস মোড় বাজারে ভিড় জমতে দেখা দিচ্ছে।

আরও পড়ুন -  Qatar World Cup: মানতে হবে নিয়ম, কাতার বিশ্বকাপ দেখতে গেলে

সকাল থেকেই ইংরেজবাজার শহরের রথবাড়ি পোস্ট অফিস মোড় চত্বরে পুজোর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

বিক্রি হচ্ছে লক্ষ্মী প্রতিমা। পাশাপাশি ফল থেকে শুরু করে ধানের শীষ পদ্ম ফুল বিক্রি হচ্ছে।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন ছোট প্রতিমা 150 টাকা থেকে শুরু করে 400 টাকার কাছাকাছি।

আরও পড়ুন -  Horoscope: আজ ২১ শে আগস্ট, রাশিফল পড়ুন

পদ্ম ফুল 5 টাকা 10 টাকা আপেল 120টাকা কেজি ,মৌসুমী 60 টাকা কেজি ,পেয়ারা 80 টাকা কেজি, নারকেল 50 টাকা পিস, কমলালেবু 100 কোটি টাকা কিলো, নাশপাতি 120 টাকা কিলো ,বেদানা 140 টাকা কিলো।

আরও পড়ুন -  Today's Game: আজকের খেলা, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

পূজা উদ্যোক্তারা বলছেন গত বছর থেকে এবারের পুজোর সামগ্রীর দাম ফলের দাম একটু বেশি।

তবে মায়ের পুজো তে কোনো খামতি যাতে না হয় তাই বেশি দাম হল কিনতে হচ্ছে।