Message: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্তা দিলেন, অপু বিশ্বাস

Published By: Khabar India Online | Published On:

 জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন।   সেখানে দেখা যায়, একটি পূজামণ্ডপের সামনে বসে রয়েছেন অভিনেত্রী। শাড়ি পরে সেজেছেন পূজার সাজে।

সেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা সবাই জানি, মা দুর্গা বিপদনাশিনী। আমি চাইব, মা দুর্গা এবার আমাদের সকল দুঃখ, কষ্ট, গ্লানি, মহামারি খুব দ্রুত সরিয়ে ফেলবে। আমরা ঠিক আগের মতোই হাসতে পারব। এটাই প্রত্যাশা, এটাই আশা।’

আরও পড়ুন -  সংগীতসন্ধ্যা, অণিমা রায়ের

 শুক্রবার একটি নতুন ছবি আপলোড করে ভিন্ন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। লাস্যময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাধারণত মেয়েরা বুদ্ধিমত্তার চেয়ে সৌন্দর্য বেশি চায়। কারণ মানুষ ভাবনার চেয়ে অনেক বেশি ভালো দেখতে পারে। এটা কি সত্যি?’

আরও পড়ুন -  Apu Biswas: মা হয়েছি ভুল করেঃ অপু বিশ্বাস

ছবিটিতে অপুর মাথায় রয়েছে একটি ডোরাকাটা হ্যাট, কার্ভ করা চুল পড়ে আছে পিঠে, আর তিনি পরেছেন গোলাপের প্রিন্ট করা ফিনফিনে গাউন। ছবিতে অপুর সৌন্দর্যে ভক্তরা মুগ্ধ হচ্ছেন।

‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায় অপু কাজ করছেন এখন। কয়েক দিন আগে সিনেমাটির শুটিং হয়েছিল পাবনার ঈশ্বরদীতে। সেখানে অপুকে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। মানুষের ভীড় সামলাতে না পেরে অগত্যা পুরো টিম শুটিং শেষ না করেই ঢাকায় ফিরে আসে।

আরও পড়ুন -  Paneer Dalna: পনির ডালনা স্পেশাল, শারদীয় দুর্গাপূজা

‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।