BREAKING NEWS: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত

Published By: Khabar India Online | Published On:

সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। শনিবার সৌদি জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। তারা জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণের শহর মারিবে এ হামলা চালানো হয়। নিহতদের সবাই হুথি বিদ্রোহী বলে দাবি করা হয়েছে। খবর এনডিটিভির। সৌদি জোট ইয়েমেনের ক্ষমতাসীন সরকারকে সমর্থন জানিয়ে আসছে। সৌদি জোট জানিয়েছে, তারা ২৪ ঘণ্টায় আবদিয়া এলাকায় ৩২ বার হামলা চালিয়েছে। এসব হামলায় ১১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। সেইসঙ্গে ১৬০ ‘সন্ত্রাসী’ (হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী বলে মনে করে সৌদি আরব) নিহত হয়েছেন।

আরও পড়ুন -  Gaza: মৃত্যু বেড়ে ২৯, গাজায় ইসরায়েলের হামলা

বার্তাসংস্থা এএফপি স্বাধীনভাবে এ দাবি যাচাই করতে পারেনি। এ নিয়ে হুথি বিদ্রোহীরাও কোনো মন্তব্য করেনি। সাধারণত তারা প্রাণহানীর বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলে না।

সৌদি জোট বলছে, গত সোমবার থেকে মারিবে বিমান হামলায় ৭০০-এর বেশি ইরানভিত্তিক বিদ্রোহী নিহত হয়েছেন। আবদিয়া মারিবেরই একটি প্রতিবেশি এলাকা। ছবি: এনডিটিভি

আরও পড়ুন -  Swastika Mukherjee: নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, নামী স্কুলে মেয়েকে ভর্তি করার সময়