Child Theft: বাচ্চা চুরি, অভিযোগে এক যুবককে গণধোলাই

Published By: Khabar India Online | Published On:

মালদা: বাচ্চা চুরি করে নিয়ে পালানোর অভিযোগে এক যুবককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আটমাইল এলাকায়। যদিও পরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন -  CRICKET: বিসিসিআই- এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, খেলোয়াড়দের পেনশন নিয়ে চিন্তা করছেন

জানা যায় এদিন সকালে গাজোল থানার আটমাইল এলাকায় এক শিশুকে চুরি করে নিয়ে পালাচ্ছিল ওই যুবক বলে অভিযোগ। ঠিক সেই সময় স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলে উত্তম-মধ্যম উপহার দেয় বলে অভিযোগ। পরে পুলিশ উদ্ধার করে ওই যুবককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ধৃত যুবকের কাছ থেকে বেশকিছু চাঁদের গহনা উদ্ধার হয়েছে। ধৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন -  বরাকর নদীতে গাড়ি সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য