‘পদ্মাপুরাণ’

Published By: Khabar India Online | Published On:

আজ শুক্রবার ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মুক্তি পাচ্ছে রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। ঢাকায় স্টার সিনেপ্লেক্স, শ্যামলি ও যমুনা ব্লকবাস্টারে ছবিটা দেখা যাবে। এছাড়া, নারায়ণগঞ্জের সিনেস্কোপে এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

পরিচালক বলেন, ‘আমরা ইচ্ছা করলেই সারা দেশে প্রচুর হলে ছবিটি মুক্তি দিতে পারতাম। কিন্তু, মুক্তি দিয়ে কী লাভ বলেন। এখন ছবি রিলিজ দিতে হলে উল্টো হল মালিকদের টাকা দিতে হয়। সে টাকা ফেরত পাবেন কিনা তার নিশ্চয়তা নেই। টাকা দিয়েই তো হল মালিকরা সিনেমা নেবে। সেটাই তো নিয়ম। আমার সিনেমার টার্গেট দর্শক যারা তাদের জন্যই আমরা সিনেপ্লেক্সগুলোকে গুরুত্ব দিয়েছি। আমি সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখার। আমাদের দেশীয় ছবি যদি আমরা না দেখি, তাহলে এই ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে?’

আরও পড়ুন -  Lakshi Aradhana: লক্ষী আরাধনায় পসরা সাজিয়ে বসে আছেন, দেখা নেই ক্রেতা সাধারণের

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

আরও পড়ুন -  Biopic: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক, সেপ্টেম্বরে মুক্তি পাবে